Budge Budge Nabachetona Welfare Society

NABACHETONA LOGO

Past Events

29/09/2024 : নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত তেতুলপোহা গ্রামে বস্ত্র বিতরণ অনুষ্ঠান.

বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত তেতুলপোহা  গ্রামে আমাদের গত রবিবারের (২৯/০৯/২০২৪ ) প্রাক্শারদ অনুষ্ঠানটি  সত্যিই নবচেতনার  কাছে স্মরণীয়  হয়ে থাকবে। ওইদিন আমরা প্রায়  ১৭৫  জনের অধিকমানুষের হাতে শারদ  উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দিতে সক্ষম হয়েছিলাম , যার মধ্যে বেশিরভাগই  ছিল ছাত্র-ছাত্রী  আর বৃদ্ধ- বৃদ্ধা. বস্ত্র দানের পাশাপাশি এদের প্রত্যেকের জন্য আমরা সাধ্যমতো দুপুরের আহারাদির আয়োজন করেছিলাম।  এছাড়াও বজ বজ Kidzee প্রদত্ত পড়াশোনার সামগ্রী, কেক ও বিস্কুট সমস্ত ছাত্র-ছাত্রীদের  হাতে তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বড়জোড়া থানার অফিসার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের  শুভ সূচনা হয় । এই ছোট্ট প্রয়াসটি বাস্তবায়িত করতে পেরেছি শুধুমাত্র আপনাদের অর্থাৎ বৃহত্তর নবচেতনা পরিবারের আন্তরিক সহযোগিতা এবং ওই গ্রামের কিছু হৃদয়বান মানুষের সাহায্যে। 

প্রাক্শারদ অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আজ মহালয়ার পূর্ণ তিথিতে বজ বজ স্টেশন ও তদসংলগ্ন এলাকার  ২৫ জন মানুষের হাতে  নতুন বস্ত্র ও মিষ্টি তুলে দেয়া হয় ।

আমরা মনে করি, বয়োজ্যেষ্ঠ মানুষের আশীর্বাদ, সমবয়স্কদের আন্তরিক ভালোবাসা আর শিশুদের কিছু পাওয়ার আনন্দে নিষ্পাপ হাসি এই বৃহত্তর নবচেতনা পরিবারের প্রত্যেক সদস্য /সদস্যা কে আলাদা অক্সিজেন যোগাবে আগামী দিনের জন্য। আমাদের এই প্রয়াস আমরা ভবিষ্যতেও চালিয়ে যেতে চাই।  সকলের অংশগ্রহণ ও সমর্থনে , আমরা সমাজের অন্তত কিছু অন্ধকার কোনায় আলো পৌঁছাতে পারবো এটাই আমাদের অঙ্গীকার।

ধন্যবাদান্তে,

বজ বজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটি।

“Cloth distribution program organized by Nabachetona Welfare Society on sunday (29/09/2024) in the village of Tentulpoha, under Barjora Block of Bankura district,:

The Pre-Sarod event we held last Sunday (29/09/2024) in the village of Tentulpoha, under Barjora Block of Bankura district, will forever remain memorable for Team Nabachetona. On that day, we were able to provide new clothes to over 175 people, most of whom were students and elderly individuals. Along with the clothing donation, we also arranged lunch for everyone to the best of our ability. Additionally, study materials, cakes, and biscuits, provided by Budge Budge Kidzee, were handed over to all the students.
The event was graced by the presence of officers from Barjora Police Station and other distinguished individuals from the area, and the program was inaugurated with the lighting of a ceremonial lamp. This small initiative could only be realized with the heartfelt support of the greater Nabachetona family and the help of some kind-hearted people from this village.
In the second phase of the Pre-Sarod event, on the day of Mahalaya, we distributed new clothes and sweets to 25 people from Budge Budge Station and its surrounding areas.
We believe that the blessings of the elderly, the sincere love of our peers, and the innocent smiles of children receiving something special will give every member of the larger Nabachetona family the extra strength they need for the days ahead. We want to continue this initiative in the future as well. With everyone’s participation and support, we are committed to bringing light to at least a few dark corners of society.

With thanks, Budge Budge Nabachetona Welfare Society.

29/09/2019 : নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির গোসাবা,সুন্দরবন এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান.

ভোরবেলা ঘুম ভাঙতেই প্রকৃতি দেবীর তান্ডব দেখে মনের মধ্যে দুঃচিন্তা ছেয়ে গেলো, আকাশের মুখ ভার তার সাথে অঝরধারায় বৃষ্টি হচ্ছে।গোসাবার যে সকল মানুষ কে কথা দেয়া আছে তাদের কাছে আমরা পৌঁছাতে পারবো তো,আজ তো ওদের কাছে আমাদের যাবার দিন,ওদের সাথে আমাদের আনন্দ ভাগ করে নেওয়ার দিন….এই সকল চিন্তা করতে করতে দেখলাম বর্ষণ বাড়ছে। শেষ পর্যন্ত কোনো কিছুর তোয়াক্কা না করেই আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বেরিয়ে পড়লাম আমাদের যে কথা দেয়া আছে।শেষ পর্যন্ত প্রায় 4 ঘন্টা ট্রেন,ম্যাজিক গাড়ি,ভুটভুটি নৌকা তে যাত্রা করে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে।আমাদের পোশাক ভিজে প্রায় তখন শুকিয়ে গেছে।গিয়ে যখন আমরা ওই সব দুঃস্থ বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের দেখলাম, আমাদের যাত্রা পথের সকল কষ্ট নিমেষে উধাও হয়ে গেল। অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন গোসাবা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি আমাদের সবার প্রিয় সুশান্ত অধিকারী দা এবং গ্রাম পঞ্চায়েতের 4জন সদস্য ও সদস্যা।খুব সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সাথের নতুন বস্তু গুলি তুলে দিলাম যাদের জন্য নিয়ে গিয়েছিলাম তাদের হাতে,তারপর আমরা দুপুরের খাবার খেলাম সবাই একসাথে।বাচ্ছাদের মুখের হাসি ও বয়স্ক/বয়স্কা দের প্রাণ ভরা আশীর্বাদে আমাদের মন ভরে উঠলো।এবার আমাদের ফেরার পালা,আমাদের নিজেদের কাছেই নিজেদের অঙ্গীকার করার পালা যে আমরা যে পথে চলেছি সেই পথেই যেন সারাজীবন চলতে পারি।

পরিশেষে আমাদের টিম নবচেতনার সকল মেম্বার দের পরিবারকে অনেক ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য,তার সাথে সাথে যে সকল দয়ালু মানুষ আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ।টিম নবচেতনা ভবিষ্যতেও আপনাদের পাশে পাবে এই আশা রাখে।সবার পুজো ভালোকাটুক এই প্রার্থনা রইলো।

**** ফেরার পথে আমাদের নবচেতনার সদস্য সুজয় দত্ত ছোট্ট একটি কবিতা লিখেছে সেটাও আপনাদের সাথে ভাগ করে নিলাম….

আজ প্রভাতে শরৎ উঁকি দিয়েছে, বর্ষার মেঘপালকের মধ্যে দিয়ে– বিদ্যেধরীর দিব্যি ছিল–তোমাদের কাছে আসার, হাতে হাত রাখার; মাল্লা-রা জানে– নবচেতনা সে কথা রেখেছে।তোমাদের হৃদয়ে সাঁঝবাতি জ্বালিয়ে, আবার আসার অঙ্গীকার নিয়ে,সে ফিরেছে।

“Cloth distribution program organized by Nabachetona Welfare Society in Gosaba, Sundarbans, on September 29, 2019:

When we woke up that morning, our hearts were heavy as we witnessed nature’s fury, the sky unleashing relentless rain. Despite the daunting weather, we ventured forth, determined to fulfill our promise. After a challenging journey by train, car, and boat, we arrived at our destination, our clothes still damp from the rain. Yet, upon seeing the vulnerable elderly and children, all our hardships melted away. Gosaba Gram Panchayat Secretary, Sushant Adhikari, and four members graced the event. In a brief ceremony, we distributed the much-needed items and shared a meal together, leaving with hearts full of gratitude and blessings.

We extend our heartfelt thanks to the families of our Navchetna team members for their unwavering support, and to all generous souls who lent a helping hand. As Team Navchetna, we look forward to your continued support in our future endeavors.

On our journey back, we reflected on a poignant poem penned by our team member, Sujoy Dutta:

“As dawn breaks through the monsoon’s veil, Vidyadhari’s promise echoes clear— Hand in hand, we’ll return, we swear. Let this light in your heart prevail, A pledge to come again, without fail.”

13/06/2021 : পাথরপ্রতিমায় ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য, বস্ত্র ও পানীয়জল বিতরণ অনুষ্ঠান.

১৩ই জুন,2021,রবিবার আমরা নবচেতনা টিম যখন পশ্চিম সুরেন্দ্রনগর গ্রামে পৌঁছলাম,তখন ঘড়িতে প্রায় বেলা ১২টা। আমরা বজবজ থেকে রওনা দিয়েছিলাম সকাল পৌনে ৭টা নাগাদ।পাথরপ্রতিমায় পৌঁছাতে প্রায় ১১:১৫ বেজে গেছিল। এরপর মোটর ভ্যানে প্রায় ১২ কিমির যাত্রা। সমস্ত জিনিসপত্র মোটর ভ্যানে গুছিয়ে নিয়ে আমরা যখন গ্রামের পথে যাত্রা শুরু করলাম সূর্য তখন মাথার উপর গনগন করছে। গ্রামের পথে এগোনো মাত্রই দুপাশের ছবি দেখে মনে হল,ইয়াসের ক্ষত এখনও দগদগে। চাষের জমির বেশিরভাগই এখনও জলের তলায়, চাষবাস যতটুকু যা হয়েছিল, তা সবই প্রায় গাছের গোড়ায় জল জমে নষ্ট হয়ে গেছে। জল যে সব জায়গায় শুকিয়ে এসেছে,সেখানে সাংঘাতিক দুর্বিষহ একটা পাঁকগোলা গন্ধ, কিন্তু তার মধ্যেই মানুষ বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশিরভাগ গাছ এখনও নুয়ে পড়ে আছে,আর খড়ের গাদাগুলো এখনও পুরোপুরি শুকিয়ে উঠতে পারেনি। গ্রামে প্রায় সব বাড়িই মাটির, পাকা বাড়ি আছে,তবে দু-একটা,তাও গ্রামের সামনের দিকে।খুব স্বাভাবিকভাবেই মাটির বাড়িগুলোই বেশি ক্ষতিগ্রস্ত।সেই ক্ষত সারাইয়ের কাজ চলছে গোটা গ্রাম জুড়েই। প্রায় আধঘন্টা চূড়ান্ত এবড়োখেবড়ো রাস্তা দিয়ে (আমাদের টিমের এক দাদা তো ভ্যান থেকে পড়ে গিয়ে রীতিমতো হাঁটুতে চোট পেয়েছেন) মোটর ভ্যানে করে যাওয়ার পর অবশেষে আমরা পৌঁছলাম পশ্চিম সুরেন্দ্রনগরেরই হরেকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে পূর্ব প্রতিশ্রুতিমত ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ২৫০টি পরিবারের হাতে আমাদের যৎসামান্য কিছু সাহায্য তুলে দেওয়ার কথা। স্থানীয় দু-তিনজনের সহায়তায় আমাদের কাজ শুরু করলাম। না সোশ্যাল ডিস্ট্যানসিং মেইনটেন করানো যায়নি,ঐ পরিস্থিতিতে। পেটের জ্বালা বড় জ্বালা, সে জ্বালা কোনো রকম সামাজিক নিয়মকানুনেরই বোধহয় তোয়াক্কা করে না। তবুও আমরা যথাসম্ভব কোভিড প্রটোকল মেনে আমাদের কর্তব্যটুকু সুষ্ঠুভাবে করার চেষ্টা চালিয়ে গেছি। ফেরার পথে মোটর ভ্যানে করে আসতে গিয়ে দেখি প্রকৃতির রোষে অসহায় মানুষগুলো আমাদের দেওয়া সাহায্যগুলো নিয়ে ঐ চড়া রোদেই হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন,রাস্তা অনেকটাই। জীবনে কিছু কিছু দৃশ্যপট চোখের সামনে তৈরি হয়, যেগুলো দেখলে নিজেকে বড় অসহায় মনে হয়।বারবার মনে হয়, আরও কিছু মানুষের কাছে যদি পৌঁছাতে পারতাম, আরও কিছু মানুষের দিকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারতাম। কিন্তু সামর্থ্য যে সীমিত আমাদের।তবুও তার মধ্যেই আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।

টিম নবচেতনা আন্তরিকভাবে কৃতজ্ঞ পশ্চিম সুরেন্দ্রনগর গ্রামের স্থানীয় দাদাদের কাছে যাঁরা না থাকলে আমরা আমাদের কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারতাম না। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ পশ্চিম সুরেন্দ্রনগর গ্রামের ঐ ২৫০টি পরিবারের কাছে, যাঁরা ধৈর্য্য ধরে অপেক্ষা করেছেন আমাদের জন্য। আমরা কৃতজ্ঞ আমাদের সেই সমস্ত শুভানুধ্যায়ীদের কাছে, যাঁরা অতি স্বল্প সময়ের মধ্যে তাঁদের সাহায্যের হাত আমাদের দিকে যথাসাধ্য প্রসারিত করেছেন।

আগামী দিনেও নবচেতনা এভাবেই সমাজের প্রান্তজনের উন্নতিকল্পে চেষ্টা চালিয়ে যাবে।আশা রাখি, আপনারা অর্থাৎ আমাদের শুভাকাঙ্ক্ষীরা এভাবেই আমাদের পাশে থাকবেন।

-ধন্যবাদান্তে,

বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ।

Distribution of food, clothes and drinking water to affected people due to Cyclone Yas at Patharpratima

“On June 13,2021, Sunday, when our Navchetna team reached the village of Paschim Surendranagar, it was nearly noon. Despite the early start at 7 am sharp, we encountered delays and finally reached around 11:15 am. After a roughly 12-kilometer journey by motor van, we embarked on foot through the village’s paths under the scorching sun. The devastation caused by the cyclone was evident everywhere, with fields still submerged in water and crops destroyed. Yet amidst the adversity, we witnessed the resilience of the people striving to rebuild their lives. Many homes, though mostly made of mud, had suffered significant damage. Efforts to repair the damages were underway throughout the village. With the assistance of a few locals, we commenced our work at the Hari Krishnapur Primary School, which serves as a shelter for 250 distressed families affected by the recent cyclone. Adhering to COVID protocols, we carried out our duties diligently despite challenges. On our return journey, we saw helpless individuals carrying the aid we provided, braving the relentless rain. Some scenes in life leave a profound impact, making us realize our limitations but urging us to strive nonetheless.

We express heartfelt gratitude to the local elders of Paschim Surendranagar without whom our mission wouldn’t have been possible. We are deeply thankful to all those families among the 250 waiting patiently for our assistance. Our sincere appreciation goes to all the generous souls who extended their hands to support us in our time of need.

In the days ahead, Navchetna will continue its efforts to uplift the marginalized in society. We hope for your continued support on this journey.

With gratitude,

  • The members of Budge Budge Nabachetona Welfare Society”

03/10/2021 : গোসবার সোনাগাঁওতে শারদীয়ার অনুষ্ঠানে মানুষদের জন্য খাদ্য, বস্ত্র ও পানীয়জল বিতরণ অনুষ্ঠান.

।। নবচেতনার কণ্ঠে নবআলোকের আহবান, নবচেতনায় ভরে উঠুক বিশ্ববাসীর প্রাণ ।।

আপনাদের সকলের সাহায্য ও শুভকামনা নিয়ে আমরা অর্থাৎ বজ বজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ গত রবিবার (3রা অক্টোবর) পৌঁছে গিয়েছিলাম গোসবার প্রত্যন্ত গ্রাম সোনাগাঁওতে কিছু মানুষের মুখে একটু হাসি ফোটাবার উদ্দেশ্যে। সোনাগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। বজবজ থেকে প্রায় 6 ঘন্টা যাত্রা করে যখন ওখানে পৌঁছলাম, গ্রামের মানুষদের হাসিমুখে অভ্যর্থনা আমাদের এই দীর্ঘ পথযাত্রার ক্লান্তি নিমেষে দূর করে দিলো।  ওখানে আমরা প্রায় 120 জন মানুষের হাতে নতুন জামাকাপড়,টর্চ লাইট ও মিষ্টির প্যাকেট তুলে দিতে পেরেছিলাম। সঙ্গে ছিল সবার সাথে বসে একসঙ্গে দুপুরের একটা ছোট্ট খাওয়াদাওয়ার ব্যবস্থা।আমাদের এই শারদীয়ার অনুষ্ঠানে মানুষগুলির মুখে যতটুকু আনন্দ দেখেছি ও আশীর্বাদ পেয়েছি সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম।মানুষের জন্য কিছু করার যে সংকল্প আমরা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে নিয়েছিলাম, শারদীয়ার এই অনুষ্ঠানটি তারই একটি ছোট্ট প্রচেষ্টার প্রতিরূপ। ভবিষ্যতে এভাবেই আপনাদের সবাইকে পাশে পেলে আমাদের এই ছোট্ট প্রয়াসগুলিকে আমরা বৃহৎ কর্মযজ্ঞে পরিণত করবো এইটুকু কথা দিলাম টিম নবচেতনার পক্ষ থেকে। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন। আগমনীর সুরে সবার পুজো মঙ্গলময় হোক। টিম নবচেতনার পক্ষ থেকে আপনাদের সবার জন্য শুভ শারদীয়ার আন্তরিক অভিনন্দন রইল                                                        -ধন্যবাদান্তে

   বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ

03/10/2021 : Distribution of food, clothes and drinking water for people during Shardia ceremony at Sonagaon Villege,Gosaba

“Invitation from the voice of Nabachetona, let the spirit of enlightenment fill the hearts of all. With the help and well wishes of all of you, we, the members of Budge Budge Nabachetona Welfare Society, reached Gosaba’s remote village, Sona Gao, last Sunday (October 3rd) with the aim of bringing smiles to some people’s faces. The event was planned at Sona Gao Primary School. Despite a journey of nearly 6 hours from Budge Budge, when we reached there, the joy on the faces of the villagers instantly dispelled the fatigue of our long journey.

There, we distributed new clothes, torch lights, and packets of sweets to nearly 120 people. We also arranged a small lunch for everyone to share together. The joy and blessings we received from the people at this autumn event, we share them with you all. The commitment we made to do something for the people, which we took almost five years ago, this autumn event is a small reflection of that commitment. We hope to expand our efforts into bigger initiatives in the future if we have your continued support. This is a message from Team Navchetna. Stay well, stay healthy. May the upcoming festivities bring joy to everyone. Heartfelt thanks and warm wishes for a happy autumn from all of us at Team Navchetna.

       With gratitude, 

  Members of Budge Budge Nabachetona Welfare Society

15/05/2022 : পাইকপাড়া রামকৃষ্ণ হাইস্কুল প্রাঙ্গণে মেধাবী অথচ অভাবী পড়ুয়াদের মধ্যে শিক্ষা-সামগ্রী বিতরণ অনুষ্ঠান.

শিশুরা যেকোনো দেশেরই ভবিষ্যত। আর সেই শিশুদের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার কারিগর হলাম আমরা বড়রা। আর পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হলে শিক্ষার থেকে বড় হাতিয়ার আর বোধহয় কিছুই হতে পারে না। এমনই একটি চিন্তা ভাবনায় ভর করে আজ থেকে মাস দু-এক আগে আমরা বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ একটি সিদ্ধান্ত নিই যে আমাদের বজবজ-শ্যামপুর অঞ্চলের কয়েকজন মেধাবী অথচ অভাবী পড়ুয়াদের মধ্যে শিক্ষা-সামগ্রী বিতরণ করার একটি প্রচেষ্টা চালানো হবে। যেহেতু বজবজ-শ্যামপুর অঞ্চলটি অনেকটা বিস্তীর্ণ, সেইমতো আমরা সোসাইটির সদস্যরা শ্যামপুর-পাইকপাড়া অঞ্চলটিকে নির্বাচন করেছিলাম আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য।

আর আজ ছিল সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার দিন। আজ ১৫ই মে,রবিবার সকালে বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ পাইকপাড়া রামকৃষ্ণ হাইস্কুল প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলাম ১০০ জন স্থানীয় মেধাবী অথচ অভাবী পড়ুয়াদের মধ্যে শিক্ষা-সামগ্রী (খাতা, পেন, পেন্সিল, রাবার, স্কেল, জলের বোতল ইত্যাদি) বিতরণ করার উদ্যোগ নিয়ে। সঙ্গে ছিল ছাত্র-ছাত্রীদের ও তাদের অভিভাবকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরা। তাঁদের উৎসাহে ও আমাদের সদস্যদের এবং সর্বোপরি উপস্থিত সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দীপনায় সমগ্র অনুষ্ঠানটি আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।

আগামীদিনেও বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটি সমাজের প্রান্তজনের উন্নতিকল্পে এভাবেই প্রচেষ্টা চালিয়ে যাবে।আপনারা অর্থাৎ আমাদের শুভানুধ্যায়ীরা এভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের সাহায্য এবং শুভকামনা ছাড়া আমাদের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করা যেত না। তাই আরও একবার বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের সমস্ত শুভানুধ্যায়ীদের অসংখ্য ধন্যবাদ জানাই।সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।

-বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ

15/05/2022 : Distribution of educational materials among meritorious but needy students at Paikpara Ramakrishna High School, Budge Budge

Today, on May 15th, 100 local students, both talented and underprivileged, were provided with educational supplies (such as notebooks, pens, pencils, erasers, rulers, and water bottles) at the premises of Ramkrishna High School in Paikpara by the members of the Budge Budge Nabachetona Welfare Society. The event, which also included a midday meal for the students and their parents, was attended by prominent local figures who offered their encouragement. Their enthusiasm, along with the dedication of our members and the participation of all the students, made the event a success. In the days to come, the Budge Budge Nabachetona Welfare Society will continue such efforts for the betterment of the community. We hope for the continued support and good wishes of all our well-wishers. Without your help and blessings, our event wouldn’t have been successful. So, once again, we extend our heartfelt gratitude to all our well-wishers. Take care and stay healthy.

  • Members of Budge Budge Nabachetona Welfare Society

11.09.2022: প্রাক শারদ উৎসব উদযাপন: পুরুলিয়ার দুয়ারী মহল গ্রামে পোশাক এবং খাবার বিতরণ

পুরুলিয়ার দুয়ারিমহল গ্রামে নবচেতনার আজকের প্রাক-শারদোৎসব পালনের কয়েকটি ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের সবার শুভাকাঙ্ক্ষায় আর ঈশ্বরের আশীর্ব্বাদে আমাদের আজকের অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়েছে।

আজই প্রথম টিম নবচেতনা দক্ষিণ চব্বিশ পরগনার গণ্ডি পেরিয়ে অন্য জেলায় পৌঁছেছিল সেখানকার প্রান্তিক মানুষজনদের সাথে পুজোর আনন্দ ভাগ করে নিতে। আপনাদের সাহায্য এবং শুভকামনা ছাড়া এটা সম্ভব ছিল না। যাঁরা যাঁরা আমাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সবসময় আমাদের উৎসাহ যুগিয়েছেন, তাঁদের সবার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের সমস্ত শুভানুধ্যায়ীদের অসংখ্য ধন্যবাদ জানাই।সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।

-বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ

11.09.2022: Pre Sharod Utsav Celebration : Dress and Food Distribution at Duari Mahal villege, Purulia

Here are a few glimpses of today’s pre-Shardotsav celebration of Nabachetona in Duarimahal village of Purulia. With all your good wishes and God’s blessings our program today has been successfully completed.

Today, the first team Nabachetona crossed the boundary of South Twenty-four Parganas and reached another district to share the joy of Puja with the marginalized people there. It would not have been possible without your help and good wishes. We are sincerely grateful to all those who have extended their helping hand and always encouraged us.

– Thank you

Team Nabachetona Welfare Society

02.10.2023: প্রাক শারদ উৎসব উদযাপন: পুরুলিয়ার ছোলাগোড়া গ্রামে পোশাক এবং খাবার বিতরণ

পুরুলিয়ার  ছোলাগোড়া গ্রামে নবচেতনার প্রাক-শারদোৎসব পালনের কয়েকটি ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের সবার শুভাকাঙ্ক্ষায় আর ঈশ্বরের আশীর্ব্বাদে আমাদের অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়েছে।

এ  বছর ও টিম নবচেতনা দক্ষিণ চব্বিশ পরগনার গণ্ডি পেরিয়ে অন্য জেলায় পৌঁছেছিল সেখানকার প্রান্তিক মানুষজনদের সাথে পুজোর আনন্দ ভাগ করে নিতে। আপনাদের সাহায্য এবং শুভকামনা ছাড়া এটা সম্ভব ছিল না। যাঁরা যাঁরা আমাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সবসময় আমাদের উৎসাহ যুগিয়েছেন, তাঁদের সবার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

-ধন্যবাদান্তে

বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ

 

02.10.2023: Pre Sharod Utsav Celebration : Dress and Food Distribution at Cholagora villege, Purulia

Here are some glimpses of the Pre-Shardotsav celebration of Nabachetona in Chholagora village of Purulia. With all your good wishes and God’s blessings, our program has been successfully completed.

This year, Team Nabachetona crossed the boundaries of South Twenty-four Parganas and reached other districts to share the joy of Puja with the marginalized people there. It would not have been possible without your help and good wishes. We are sincerely grateful to all those who have extended their helping hand and always encouraged us.

– Thank you

Team Nabachetona Welfare Society

7/10/2018: পূজালী ও বজ বজে পোষাক ও খাদ্য বিতরণ অনুষ্ঠান

“নবচেতনার কণ্ঠে নবআলোকের আহ্বান।

নবচেতনায় ভরে উঠুক বিশ্ববাসীর প্রান।”

…….’ প্রাণীমাত্রই চেতনার অধিকারী। চেতনা হলো চেতন বস্তুর আপন সত্তায় বাহ্য জগৎকে ও অন্তর্জগৎকে অনুভব করার এবং কোনো কিছুর স্পর্শে বা প্রভাবে সাড়া দেওয়ার শক্তি ‘। আর এই মনের ডাকে সাড়া দিতেই আজ আমরা 20/22 জন বন্ধু বজ বজ স্টেশন ও পূজালী পোলর পাশে শিব মন্দিরে জমায়েত হয়েছিলাম।উদ্দেশ্য ছিল কিছু দুঃস্থ মানুষের হাতটি ধরে তাদেরকে একটু আনন্দ দেয়া,মুখে একটু হাসি ফোটানো।তাদেরকে বোঝানো যে পুজো শুধু মাত্র আমাদেরই নয়,পুজো তাদেরও।যদিও আমাদের প্রয়াসটি ছিল খুবই ছোট্ট। আমাদের সামর্থের মধ্যে 25 জন মানুষের হাতে নতুন বস্ত্র,বিস্কুট,কেক,চানাচুর পৌঁছে দিলাম।ওই বয়স্ক মা,বাবা যাদের সত্যি প্রত্যেক দিন হয়তো পেট ভরে খাবার জোটেনা,তাদের সঙ্গে দুপুরে একসাথে খেতে পেরে,সারাটা দুপুর তাদের সাথে একসঙ্গে কাটাতে পেরে মনটা অনেক কিছু যেন একসঙ্গে পেয়ে গেল, মনটা ভালো হয়ে গেল।এলাকার বেশ কিছু গণ্য মান্য ব্যাক্তি আমাদেরকে উৎসাহিত করলেন আমাদের অনুষ্ঠান এ উপস্থিত থেকে।বুড়িমা,বুড়োবাবারা প্রাণ ভোরে আমাদেরকে,আমাদের Budge Budge Nabachetona Welfare Society কে আশীর্বাদ করলেন।

এই আশীর্বাদ ই তো আমাদের ভবিষ্যতের পথ চলার পাথেয়।

-ধন্যবাদান্তে 

বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ

7/10/2018: Dress and Food Distribution Program at Pujali and Budge Budge

“In the voice of Nabachetona, a call for enlightenment. Let the souls of believers be filled with Nabachetona. Every living being is the owner of consciousness. Consciousness is the power to experience the external world and the inner world through touch or influence. Responding to the call of our hearts, we, a group of 20/22 friends, gathered near the Budge Budge Station and Pujali Bridge at the Shiva Temple. Our purpose was to bring a little joy and smiles to some unfortunate souls. We wanted to convey to them that Durga Puja isn’t just for us, but also for them. Although our efforts were humble, we managed to provide new clothes, biscuits, cakes, and snacks to 25 individuals. Those elderly mothers and fathers, who perhaps struggle to fill their stomachs every day, got to share a meal with us in the afternoon, bringing immense joy to our hearts. Spending the entire afternoon with them made us feel like we had gained so much together. Some notable figures from the area encouraged us to continue our efforts. The elderly, our grandparents, blessed our Budge Budge Nabachetona Welfare Society in the morning. This blessing is our path to the future.

– With gratitude, The members of the Budge Budge Nabachetona Welfare Society.”

Scroll to Top